২০ এপ্রিল রিজভীসহ ১৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি
স্টাফ রিপোর্টার :পল্টন থানায় নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমানসহ ১৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন ছিল আজ রবিবার।
এদিন আদালতে হাজির হন রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমানসহ অধিকাংশ নেতাকর্মী। কারাগারে থাকা এক আসামিকে আদালতে হাজির না করায় তাদের আইনজীবী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদীন মেজবাহ শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
২০১৩ সালের ১২ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ২৩ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুকসহ ১৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।
(টিএআর/এস/ফেব্রুয়ারি১৪,২০১৬)