শহীদ মিনার

ভন্ডরা বলে তুই ইট বালি নিকষ পাথর
আমি বলি তোকে অশোক স্তম্ভ
খোদিত ওইখানে বাংলার সিংহ শাবক।

আমি বলি শোকের প্রচ- গর্জন
শকুন তাড়ানো শালগ্রাম শিলা
শুনি অহিংসার পদাবলী, একজন বুদ্ধ দাঁড়িয়ে
ইতিহাস আর পুরাণ
আমি বলি আদিম সেই পাঠ।

ভ-রা বলে তুই ইট বালি বোবা পাথর
আমি দেখি উনচল্লিশ সওজোয়ান
আমাকে দিয়েছে অনন্ত যৌবন
আমাকে নিয়েছে বহুদুর
আপন স্বরগ্রাম।
যেখানে আমার যাবার, আজন্ম সাহস।