কিশোরগঞ্জ প্রতিনিধি : ভূমি দস্যুদের দখলে থাকা হিন্দু সম্প্রদায়ভুক্ত শহীদ পরিবারের সম্পত্তি উদ্ধারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার শহরের কালীবাড়ি সড়কে বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া গ্রামের আটজন হিন্দু লোককে নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এ পরিবারের ছয় একর সম্পত্তি একাত্তর সালের পর থেকেই স্থানীয় ভূমি দস্যুরা দখল করে রেখেছে। বিভিন্ন সময় সালিশ দরবার করেও সম্পত্তি ফিরে পাচ্ছেন না জমির মালিকরা।

সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। কর্মসূচিতে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

(পিকেএস/এস/ফেব্রুয়ারি ১৫, ২০১৬)