নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার। সোমবার বিকেলে  গোপন সংবাদের ভিত্তিত্বে নাগরপুর থানার এস আই আ. কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাবনা পাড়া গ্রামের লিয়াকত আলীর পুকুর থেকে চোরাই (ডায়াং ১২৫ সিসি) একটি মোটরসাইকেল উদ্ধার করেন।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, উপজেলার কাশাদহ গ্রামের অমূল্য বাদ্যকরের বাড়িতে একটি ডায়াং মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অমূল্য বাদ্যকর বাদী হয়ে নাগরপুর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং ১০ তারিখ ১২ জানুয়ারি ২০১৬।

উক্ত মামলার দায়িত্বপ্রাপ্ত এস আই আ. কুদ্দুস উক্ত চুরি মামলায় কাশাদহ গ্রামের গৌর চন্দ্র বাদ্যকর নামের এক আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। ৩১ জানুয়ারি গৌর চন্দ্র বাদ্যকরকে রিমান্ডে এনে রিমান্ড তামিল করেন।

নাগরপুর থানার এস আই আঃ কুদ্দুস জানান, কাশাদহ গ্রামের অমূল্য বাদ্যকরের বাড়ির চুরির ঘটনায় গৌর চন্দ্র বাদ্যকরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ পূর্বক রিমান্ডে এনে ঐ আসামীর তথ্যের ভিত্তিত্বে বিভিন্ন ভাবে উক্ত চুরি মামলার তদন্ত করি।

গোপন সংবাদের ভিত্তিত্বে গত সোমবার বিকেলে উপজেলার বাবনা পাড়া গ্রামের লিয়াকত আলীর পুকুর থেকে কাশাদহ গ্রামের অমূল্য বাদ্যকরের বাড়ি থেকে চুরি হওয়া (ডায়াং ১২৫ সিসি) চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করি।

নাগরপুর থানার সেকেন্ড অফিসার সজল খান ঘটনার সততা স্বীকার করে জানান, উপজেলার কাশাদহ গ্রামের অমূল্য বাদ্যকরের বাড়িতে চুরি হওয়া (ডায়াং ১২৫ সিসি) একটি মোটরসাইকেল গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার বাবনা পাড়া লিয়াকত আলীর পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

(টিপি/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৬)