নিউজ ডেস্ক : ঘুমের আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই বৃষ্টি এসে কড়া নেড়েছে দরজায়। বৃষ্টির ঝিমঝিম আওয়াজে খুব ভোরে যাদের ঘুম ভেঙ্গেছে তারা প্রত্যেকে নিশ্চই উপভোগ করেছেন প্রকৃতির এই অনাবিল সৌন্দর্য।

ভোর ৫টা থেকে মেঘ ডেকে বৃষ্টি নামে রাজধানী জুড়ে। বৃষ্টির রিমঝিম শব্দে অনেকে হয়তো ঘুম থেকে ওঠেছেন আবার অনেকে হয়তো শরীর এলিয়ে দিয়েছেন নরম বিছানায় পরম তৃপ্তিতে।

বিজলি চমকানোর সঙ্গে খানিক গর্জন আর অনবরত বর্ষণ এটাই ছিল সোমবারের বৃষ্টির বাস্তবরূপ।

ভোর থেকে কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর কিছু কিছু রাস্তায় পানি জমতে দেখা গেছে। সেই সঙ্গে অধিকাংশ রাস্তাই কাদা হয়ে গেছে।
এ সময় বৃষ্টিতে ভিজে রাস্তায় কিছু রিকশা চলাচল করতেও দেখা যায়। তবে যান চলাচল খুব একটা সংখ্যায় বেশি না হওয়ায় যানযটের সৃষ্টি হয়নি।

(ওএস/জেএ/জুন ০২, ২০১৪)