স্টাফ রিপোর্টার  : দৈনিক ভোরের কাগজ-এর সাংস্কৃতিক স্টাফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংস্কৃতিক উপ-কমিটি'র সদস্য-সচিব কিশোর কুমার আর নেই। সোমবার রাত পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

তার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহনে।

গত শুক্রবার তাকে প্রচণ্ড পেটব্যাথার কারণে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার দুপুরে তার আলসারজনিত কারণে একটি অপারেশন সম্পন্ন হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রবিবার দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন দৈনিকটির প্রধান অপরাধ বিষয়ক প্রতিবেদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান লাভলু।

তিনি বছর তিনেক ধরে ভোরের কাগজে সাংস্কৃতিক প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন এবং বছর খানেক আগে বিয়ে করেন বলে জানিয়েছেন দৈনিকটির সম্পাদনা সহকারী সুমন মোস্তফা।

(ওএস/এইচআর/জুন ০২, ২০১৪)