মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা সদর মডেল থানা পুলিশ রবিবার রাত সাড়ে ১১টার দিকে আউশকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ জন ডাকাতকে আটক করেছে। এ সময় ওসিসহ দুই উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।

ডাকাতি কাজে ব্যবহৃত ৪টি পাইপগান, তালা, ৭টি তাজা কার্তুজ, দাসহ দেশীয় অস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সদর মডেল থানা পুলিশ সদর উপজেলার শেরপুরে অবস্থান নেয়। এ সময় ডাকাতরা টের পেয়ে প্রথমে মৌলভীবাজার অভিমুখে ও পরে নবীগঞ্জের দিকে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে রাত প্রায় সাড়ে ১১টার দিকে আউশকান্দি বাজার এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

উভয়পক্ষের গোলাগুলিতে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিলীপ কুমার দাশ, উপ-পরিদর্শক আব্দুল হাসিম ও সিরাজুল ইসলাম এবং কনস্টেবল আলফাজ গুলিবিদ্ধ হন। তাদেরকে আহতাবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আটক আহত ডাকাতদের মৌলভীবাজার সদর মডেল থানা হাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।

(ওএস/এইচআর/জুন ০২, ২০১৪)