মৌলভীবাজার(সিলেট)প্রতিনিধি : মৌলভীবাজারের মোহনা শেরপুরে পুলিশ-ডাকাতের মধ্যে 'বন্দুকযুদ্ধে' ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা ও পাঁচ পুলিশসহ ১৬ জন আহত হয়েছেন। রবিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার পুলিশ।

পুলিশসুত্রে জানা যায়, রবিবার রাতে একদল ডাকাত জেলার শেরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ; এমন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদার নেতৃত্বে মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের ওপর গুলি ছোড়ে। এসময় পুলিশ পাল্টাগুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদাসহ পাঁচ পুলিশ আহত হন। এছাড়া ডাকাতদলের ১১ সদস্য আহত হয়।

পুলিশ সদস্যরা মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গুলিবিদ্ধ ডাকাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতরা জানায়, সিলেটের গোয়ালাবাজার এলাকায় ডাকাতির জন্য শেরপুর এলাকায় তারা জড়ো হয়েছিল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক জানান, বিগত কয়েকদিন ধরে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়ায় আন্তঃজেলা ডাকাত দলের এই ১১ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

(ওএস/জেএ/জুন ০২, ২০১৪)