নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে হেরোইন ও গাঁজা সেবনের দায়ে ৪জনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার ইমাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০সালের ২৬ধারায় ৪জন মাদকসেবীকে পৃথক পৃথকভাবে ৬মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেল বগুড়ার পরিদর্শক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের কালিকাপুর মহাশ্মশান সংলগ্ন মহাসড়ক এলাকায় ৪জন মাদকসেবীর দেহ তল্লাশী করে ১২পুড়িয়া হেরোইন ও ৫০গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার পড়ে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৬মাস করে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

দন্ডিতরা- পৌর শহরের কলেজপাড়া মহল্যার মৃত মনতাজ আলীর ছেলে ইসাহাক(৪০), নাটোরের সিংড়ার উপজেলা সদরের সরকার পাড়ার আলম সওদাগরের ছেলে রাজিব(১৯), একই গ্রামের মৃত হায়দার আলীর ছেলে হাবিল(২৩) ও পেট্রো বাংলা এলাকার মৃত রুহুল কুদ্দুসের ছেলে হুমায়ুন কবির পিন্টু(২৮)। দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।


(এনআই/এস/ফেব্রুয়ারি১৭,২০১৬)