নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ভুট্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।

রবিবার মধ্যরাতে তিনি মারা যান বলে নিশ্চিত করেছে পুলিশ।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভুট্টর বিরুদ্ধে দুটি হত্যা, অস্ত্র ও চাঁদাবাজীসহ জেলার বিভিন্নস্থানে ছয়টি মামলা রয়েছে।’

২৬মে বিকেলে নরসিংদী বাজারে সাত্তার বডিংয়ের তিন তলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় ভুট্ট গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয় বলে জানায় পুলিশ।

গুলিবিদ্ধ ভুট্টসহ পাঁচজনকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, রামদা ও চাপাতিসহ আটক করে ডিবি পুলিশ। গুলিবিদ্ধ ভুট্টকে প্রথমে সদর হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে পঙ্গুতে পরে আবার ঢাকা মেডিকেলে আনা হয়। রবিবার রাতে অবস্থার অবনতি হলে আইসিসিইউ সাপোর্টের জন্য রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ভুট্ট মারা যান।

আহত দুই পুলিশ সদস্য হলেন, অভিযানে নেতৃত্বদানকারী ডিবি পুলিশের এসআই মোস্তাক আহমেদ ও কনস্টেবল সোহেল।

ওই ঘটনায় অন্য আটকেরা হলেন- মাহাবুব আলম রানা (৩০), মতিন (৩৫), গাফফার (৩৫) ও পরিমল (৪৯)। তাদের সবার বাড়ি শহরের ব্যাপারিপাড়া এলাকায়।

(ওএস/এইচআর/জুন ০২, ২০১৪)