নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি বলেছেন, খাদ্য সংগ্রহের ব্যাপারে কোন খাদ্য কর্মকর্তা-কর্মচারী কোন প্রকার দুর্নীতি বরদাস্ত করা হবেনা। কেউ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত আছে, এমন অভিযোগ পাওয়া গেলে, তিনি যত বড়ই কর্মকর্তা হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না।

এ ব্যাপারে জিরো ট্রলারেন্স ঘোষণা করা হলো। বুধবার বিকেলে নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে খাদ্য সংগ্রহের বিষয়ে খাদ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি বলেন, গতবারের চেয়েও এবার আমরা আরও ভাল চাল সংগ্রহ করছি। আমরা আরও উন্নত চাল সরবরাহ করব। ভাল চাল সংগ্রহ করতে চাল সংগ্রহের নীতিমালা যদি কিছুটা পরিবর্তন করতে হয় সেটাও করা হবে। তবে খারাপ চাল কোন প্রকারেও সংগ্রহ করা হবে না। সংগ্রহের ব্যাপারে যে সকল দুর্নীতি হয়, বোরো মৌসুমের আগেই সে সকল দুর্নীতির পথ বন্ধ করব ইনশাল্লাহ।

মন্ত্রী আর বলেন, সাধারন মানুষের স্বার্থে যা যা করা দরকার সরকার সবকিছুই নিরলস ভাবে করছে। সরকার ওএমএসের দাম কমানো এবং পল্লী রেশনিং ব্যবস্থা চালুর কথা চিন্তা করছে। দেশে চাল স্বয়ং সম্পূর্ণ রয়েছে। কোন প্রকার ঘাটতি নেই। বর্তমানে আমরা ৪র্থ স্থানে আছি।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নওগাঁর মান্দায় ষ্টীল সাইলো নির্মানের সরকারের চিন্তা আছে এবং ২য় ফেজে অচিরেই সেটার কাজ শুরু হবে বলে জানান তিনি। জেলা প্রশাপসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত মহাপরিচালক বদরুল হাসান, যুগ্ম সচিব আতাউর রহমান, আঞ্চলিক কর্মকর্তা ড. এসএম মহসীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি পার্শ্ববর্তী সান্তাহার সাইলো পরিদর্শন করেন।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৬)