নওগাঁ প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা অমর একুশে পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে নওগাঁ একুশে পরিষদ চার দিনব্যাপী কর্মসূচী শুরু করেছে।

বিকেল সাড়ে ৪টায় নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিশুদের হাতের সুন্দর লেখা ও রচনা প্রতিযোগিতা শুরু হয়। বিকেল সাড়ে ৫টায় ড. জোহা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ একুশে পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৬)