ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের বিভিন্ন কৃষি খামার বৃহস্পতিবার পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ উইং) মোশারফ হোসেন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান। তাঁরা প্রথমে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজের জগন্নাথপুরের ময়েজ উদ্দিন কৃষি খামার পরিদর্শন করেন। এরপর রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত কৃষক আলহাজ্ব শাহজাহান আলী পেঁপে বাদশার মা-মণি কৃষি খামার, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক আমজাদের কৃষি খামার ও বঙ্গবন্ধু জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত নারী কৃষক নুরুন্নাহারের কৃষি খামার পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক হযরত আলী অঞ্চল, উপ-পরিচালক, সরকার শফি উদ্দিন আহাম্মদ, কৃষিবিদ খুরশিদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ ও ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. হাসানুল কবীর কামালী।

এ সময় কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল কিতাব মন্ডল, কৃষাণী বেলী বেগম, বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত চাষী পল্ট্রি রনি, তোফাজ্জল হোসেন তফে, এসএম রবিউল ইসলাম, বাঘা বিশ্বাস, আনোয়ারুল বিশ্বাস, হৃদয়ে মাটি ও মানুষ কৃষক সমিতির আহ্বায়ক ফকির মেম্মাার, আমিনুর রহমান শিম বাবু, পান্না হোসেন ও রাসেল হোসেনসহ শত শত কৃষক এতে অংশ নেয়।

উপস্থিত কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য কম, পক্ষান্তরে সার, কীটনাষক ও বীজের মূল্য বৃদ্ধিসহ নানাবিধ অভাব-অভিযোগের কথা তুলে ধরেন। পাশাপশি ঈশ্বরদীতে একটি মাল্টিপারপাস হিমাগার স্থাপনের জন্য আবেদন জানান।

ঈশ্বরদীর বিভিন্ন কৃষি খামার পরিদর্শন শেষে অতিথিরা বলেন, ঈশ্বরদীর কৃষি দেশের বিভিন্ন জায়গার চাইতে অনেক উন্নত। ঈশ্বরদীতে দেশের সবচাইতে বেশি জাতীয় পদক প্রাপ্ত ও সুনাম ধন্য কৃষক রয়েছেন। কৃষি খামার গুলোর মালামাল আনা-নেওয়ার জন্য রাস্তাগুলো মেরামত ও তৈরি করতে হবে। ঈশ্বরদীতে একটি কৃষি হিমাগার স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৬)