আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মানচিত্রে রবিবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ২৯তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে 'তেলেঙ্গানা'। ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশে ভেঙে গঠিত হয়েছে নতুন এ রাজ্য তেলেঙ্গানা।

অন্ধ্রপ্রদেশের ১০টি জেলা ও হায়দ্রাবাদ শহর নিয়ে নতুন এ রাজ্য গঠিত হয়েছে। এর লোকসংখ্যা তিন কোটি ৫০ লাখ। এলাকাটির অধিবাসীরা দীর্ঘদিন ধরে নতুন রাজ্যের দাবি জানিয়ে আসছিল।

রাজ্যটির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার ভোরে শপথ নিয়েছেন কে চন্দ্রশেখর রাও। রাজ্যটির রাজধানী হায়দ্রাবাদের রাজ্য ভবনে প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সেই সঙ্গে রাজ্যটির টিআরএস সরকারের ১২ জন মন্ত্রীও শপথ নিয়েছেন।

(ওএস/জেএ/জুন ০২, ২০১৪)