বরিশাল প্রতিনিধি : বাসচালককে মারধর করার অভিযোগে বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের ৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। সোমবার সকাল পৌনে ১০টা থেকে তারা বাস চলাচল বন্ধ করে দেন।

রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মো. সেলিম হাওলাদার জানান, যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বরিশাল মালিক সমিতির সোনার বাংলা পরিবহনের সুপারভাইজার নয়নকে পিটিয়ে আহত করেন পটুয়াখালী বাস মালিক সমিতির বাসের কর্মী বাহার।

এর প্রতিবাদে রূপাতলী থেকে কুয়াকাটা, বরগুনা, আমতলী, বাউফল ও পটুয়াখালী রুটে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বলে জানান তিনি।

আহত সুপারভাইজার নয়নকে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান সেলিম।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ খান পিপিএম জানান, বিষয়টি তিনি শুনেছেন। উভয় মালিক সমিতির সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব বাস চলাচল শুরু করার ব্যবস্থা করা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

(ওএস/এইচআর/জুন ০২, ২০১৪)