স্টাফ রিপোর্টার, ঢাকা : তৎকালীন পাকিস্তান বাহিনীর মতো বর্তমান সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকার ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রীয় খরচে পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।

সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর আচরণ তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনীকেও হার মানিয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

৩টি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ছাত্র হত্যায় জড়িতদের সঠিক তদন্তের ভিত্তিতে বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগ দেশকে যেদিকে নিয়ে যাচ্ছে তাতে দেশে বর্তমান প্রধানমন্ত্রীর থাকা হবে কি না তা ভেবে দেখার পরামর্শ দেই। ছাত্রলীগের এহেন কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হতে পারে।

তিনি আরও বলেন, দেশে আজ যে মহাসংকট চলছে তা হলো গণতন্ত্র ও দুর্নীতির। দেশে সঠিক গণতন্ত্র না থাকার কারণেই দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে না।

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি প্রকৌশলী মুখলেছ তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, সহ দফতর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, নির্বাহী কমিটির সদস্য নিলোফার চৌধুরী মনি, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক প্রমুখ।


(ওএস/ এটি/এপ্রিল ০৭, ২০১৪)