বাকৃবি প্রতিনিধি : সপ্তম সমাবর্তন উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)  ফিচার প্রদর্শনীর আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টি.এস.সি) অবস্থিত বাকৃবিসাসের সামনে এ ফিচার প্রদশর্নী করা হয়।

বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো আলী আকবর শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ফিচার প্রদশর্নীর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, বাকৃবিসাসের সভাপতি মো. হাতেম আলী, সাধারণ সম্পাদক আহাদ আলম শিহাব সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বড় পরিসরের অনুষ্ঠানসমূহে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে বাকৃবি সাংবাদিক সমিতি। এর ধারাবাহিকতায় আগামী ২৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য সপ্তম সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি বিভিন্ন জাতীয় পত্রিকায় আসা ক্যাম্পাস নিয়ে গবেষণা ও ফিচাধর্মী লেখাগুলি প্রদর্শন করে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো আলী আকবর বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা ও বিশ্ববিদ্যালয়কে সবার সামনে তুলে ধরতে লেখার কোনো বিকল্প নেই। বিভিন্ন পত্রিকায় বিশ্ববিদ্যালয়ের খবরগুলি প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সম্পর্কে সবাই সহজে জানতে পারে।

(এসএস/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৬)