নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সোনালী রঙের ধাতুর তৈরি দুষ্প্রাপ্য গণেশ মুর্তি ও নগদ ৪৮হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মূর্তি চোরাকারবারি দলের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার ভোররাতে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলক চন্দ্র বর্মনের নেতৃত্বে এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নিশিন্দারা গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে তল্লাশী চালিয়ে এককেজি ওজনের ৪.৮ইঞ্চি লম্বা মূল্যবান গণেশ মূর্তি উদ্ধার করাসহ তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা- নিশিন্দারা গ্রামের আব্দুল হান্নানের ছেলে আজিজুল(২৪), একই গ্রামের রইচ উদ্দিনের ছেলে আবুল কালাম(২৫) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পুরান বাউসিয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জামাল খান(৪০)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মূর্তি চোরাকারবারিদের সাথে সম্পৃক্ত। চক্রটি সাধারন মানুষদের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

এ প্রসঙ্গে থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, ভারত থেকে অবৈধ পথে আনা হিন্দু ধর্মাবম্বীদের গণেশ মুর্তি বেচাবিক্রির চেষ্টার খবর পেয়ে মুর্তিসহ হাতেনাতে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৬লাখ টাকা। গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

(এনআইএম/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৬)