কিশোরগঞ্জ প্রতিনিধি :  কিশোরগঞ্জে শহীদ দিসব ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে তিনদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে। পুরাতন কালেক্টর চত্ত্বরে অমর একুশে গ্রন্থ মেলা শুক্রবার দুপুরে উদ্বোধন করে পরিদর্শন  করেন জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল  ইসলাম এমপি।

জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বি.সি.বির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন এমপি।

উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো: আসাদ উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এমদাদুল হক চৌধুরী, এনডিসি মোমেনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র মাহমুদ পারভেজ মিয়াসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,
মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ গ্রন্থ মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


(পিকেএস/এস/ফেব্রুয়ারি ১৯, ২০১৬)