লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া কচুবাড়িয়া স্বপ্নবিথি পার্কে আসা একটি শিক্ষাসফরের বাস মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে শিশু ও মহিলাসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছেন।স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের বার্ষিক শিক্ষা সফর উপলক্ষে ওই স্কুলের শিক্ষক, অভিভাবকসহ ৭০জন শিক্ষার্থী একটি বাস (ঢাকা-চ-৪০৩৭) যোগে নড়াইলের লোহাগড়া উপজেলার স্বপ্নবিথি পার্কে আসে। সফর শেষে বিকালে ফিরে যাওয়ার সময় বাসটি যশোর-কালনা মূল সড়কে ওঠার সময় একটি মটর সাইকেলকে সাইড দিতে গিয়ে পার্শ্ববর্তী জিয়াউর রহমান খালে পড়ে যায়।

এসময় শিশু ও মহিলাসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছেন। আহতরা হলেন, মৃদুলা, নাবিয়া, আলিফ, সোহাগ শেখ, হাজেরা, সামিয়া, সাদিয়া, প্রত্যাশা, এ্যানি, যুথি, প্রনব মুখার্জি, বাসুদেব, সেলিনা, ফাহমিদা, সুমি, আদরী, ছবি আক্তার, লোপা, কেয়া, মিতা সহ আরো অনেকে। খবর পেয়ে স্থানীয় জনতা, লোহাগড়া থানা পুলিশ ও নড়াইল জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদেরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব সাহা দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


(আরএম/এস/ফেব্রুয়ারি ১৯, ২০১৬)