প্রবীর সিকদার :

বৃহত্তর জেলা হিসেবে বহু আগেই ফরিদপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল আওয়ামীলীগ সরকার। দুর্ভাগ্য ফরিদপুরবাসীর, সেই বিশ্ববিদ্যালয় আজো হয়নি। ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবি ফরিদপুর বিভাগ।

ইতোমধ্যেই আওয়ামীলীগ সরকার ফরিদপুরকে বিভাগ করবার নীতিগত সিদ্ধান্ত ঘোষণাও করেছে। ফরিদপুরবাসী আনন্দে উদ্বেলিত। কিন্তু এরই মধ্যে অসমর্থিত একটি সূত্র আমাকে খানিকটা নিশ্চিত করেছে, ফরিদপুর বিভাগ হচ্ছে না। ফরিদপুরে হচ্ছে সিটি কর্পোরেশন।

আমার মাথায় আকাশ ভেঙে পড়ল! বিভাগ না হলে সিটি কর্পোরেশন নামের বড় লুটপাটের কারখানা দিয়ে হবেটা কী! ফরিদপুর পৌরসভা দেড়শ বছরের পুরনো পৌরসভা। আমার বলতে দ্বিধা নেই, দেড়শ বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি ফরিদপুরে। কেউ কেউ হয়তো সাম্প্রতিক সময়ের কিছু রোড ডিভাইডার আর ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের মধ্যেই বিশাল উন্নয়ন দেখেন; কিন্তু আমি দেখি না।

আমার সোজাসাপটা কথা, আমি ফরিদপুরে বিভাগ চাই, আমি ফরিদপুরে বিশ্ববিদ্যালয় চাই। যদি সেটা না হয়, তাহলে আমি জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের মাজারে গিয়ে অনশন করবো, করবোই।

(পিএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৬)