কুষ্টিয়া প্রতিনিধি : জেলার দৌলতপুর উপজেলায় রবিবার রাত দেড়টার দিকে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের ওপর ডাকাতের হামলায় আটজন আহত হয়েছেন। উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকায় মণ্ডল এসি-জেভি ঠিকাদারি প্রতিষ্ঠানে এ ঘটনাটি ঘটে। এ সময় ডাকাত দল শ্রমিকদের মারধর করে ১০টি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

পুলিশসুত্রে জানা যায়, রাতে ২৫-৩০ জন মুখোশধারী ডাকাত ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের নৈশপ্রহরী মোতালেব ও শ্রমিক কালুসহ ৮ জন আহত হন। আহতদের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের নৈশপ্রহরী মোতালেবকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খলিশাকুন্ডি পুলিশ ক্যাম্পের দায়িত্বরত ক্যাম্প ইনচার্জ মুকিব-উর রহমান ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ডাকাতির কথা অস্বীকার করেন। তিনি জানান, ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে একটি গোষ্ঠী চাঁদা অনেকদিন ধরে দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে তারা এ ঘটনা ঘটাতে পারে।

(ওএস/জেএ/জুন ০২, ২০১৪)