মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ও নবগ্রামে পৃথক দুটি হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে এবং অপরটি শনিবার সকালে। এই ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।

এলাকাবাসী, আহত ও পুলিশ সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান মিলন সরদার তার নিজ এলাকায় জনসাধারণ নিয়ে ওই গ্রামের মন্টু বেপারীর বাড়িতে একটি সভা ডাকেন। এ সভা ডাকায় ক্ষিপ্ত হয়ে একেই এলাকার প্রতিপক্ষ আরিফ হোসেন কিরণ মোল্যার নেতৃত্বে তার সমর্থকরা শুক্রবার রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিতভাবে হামলা চালায়।

এতে করে নিয়ামত বেপারী, শফিক বেপারী, শরীফুল ইসলাম, মো. ইদ্রিস চৌকিদার ও পলাশ কাজীসহ কমপক্ষে ৮জন আহত হয়।

অপরদিকে একই উপজেলার নবগ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে কেশব হালদারের সাথে একই এলাকার পরিমল হালদারের প্রথমে তর্কবির্তক চলতে থাকে। এক পর্যায় স্থানীয় সুবাস হালাদারের নেতৃত্বে অমল হালদারসহ তার দলবল নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে কেশব হালদারের লোকজনের উপরে হামলা চালায়। এতে করে তাপস হালদার, কেশব হালদার, পৃথি হালদার, তনু হালদারসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে।

আতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এই হামলার ঘটনায় পরিমল হালদারকে আটক করেছে ডাসার থানা পুলিশ।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা ও ডাসার থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তেজনা থাকায় উভয়স্থানেই পুলিশ মোতায়ন করা হয়েছে।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৬)