পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : পাথরঘাটা থেকে ৬০ কিলোমিটার দক্ষিনে বঙ্গোপসাগরে জলদস্যূদের গুলিতে এক জেলে নিহত হয়েছে। অপর ৪ জেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। এ সময় জলদস্যূরা ট্রলারের মাঝিকে অপহরণ করে সুন্দরবনের গহীণে নিয়ে যায়। আহতদের আজ দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ হরা হচ্ছে। জেলেরা তিন দিনের শোক পালন ও সাগরে ৩দিন মাছ ধরা বন্ধ করেছে।

নিহত জেলের নাম ইসমাইল হোসেন (৩২)। পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপদোন গ্রামের আজগর আলীর ছেলে। আহতরা হলেন, নাসির, নজরুল ইসলাম,ইসমাইল হোসেন ও রিয়াজ উদ্দিন। এদের সকলের বাড়ি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপদোন গ্রামে।

জলদস্যূদের হামলা থেকে ফিরে আসা জেলে নাসির উদ্দিন জানান, গত শুক্রবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে পাথরঘাটা থেকে ৬০ কিলোমিটার দক্ষিনে পক্ষীদিয়া চরের পূর্বদিকে সাগরে মাছ ধরার জন্য জাল টানছিল। এমন সময় পিছন থেকে ১৫ থেকে ২০ জনের স¦শস্ত্র জলদস্যূ বাহিনী তাদের ধাওয়া করে জেলে বহরে হামলা চালায়। এমন সময় তারা চিৎকার দিলে জলদস্যূরা প্রথম ফাঁকা গুলি করে। কিছুক্ষণ পর তাদের ট্রলারের কাছাকাছি এসে তাদের লক্ষ করে গুলি ছুড়লে এ সময় ইসমাইল নামের এক জেলের বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যূ হয়। পরে ট্রলারে উঠে ওই জলদস্যূ বাহিনী নিহত ইসমাইলকে পিটায়। এ সময় সহযোগিরা চিৎকার দিলে ৪জন জেলেকে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের সকলের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।

তিনি আরও জানান, ইসমাইল নিহত হওয়ার পর কান্নাকাটি করলে ওই ট্রলারের মাঝি রিয়াজ হোসেন(২৫)কে মুক্তিপণের জন্য অপহরণ করে নিয়ে যায় এবং ট্রলারের মাছ জাল, রসদ সামগ্রী ও তাদের সাথে থাকা মোবাইল ফোন নিয়ে যায়। আজ শনিবার দুপুর ১২টার দিকে সহযোগি জেলেরা লাশ নিয়ে পাথরঘাটা লঞ্চ টার্মিনালে আসে।

এদিকে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নৃশংস ঘটনার কথা জেলা প্রশাসক, র‌্যাব ও অন্য আইন শৃংখলা বাহিনীকে জানাান হয়েছে। জেলা ট্রলার শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রলার মাকি সমিতি তিন দিনের শোক ঘোষণা করেছে। শোক পালন কালে সাগরে মঅচ ধরা বন্ধ ঘোষনা করেছে জেলে সম্প্রদায়।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ বলেন, জেলের মৃত দেহটি দেখেছি। তাদের ঘাটে প্রথমে নিয়ে আসে। আহতদের দ্রুত পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জিয়াউল হক বলেন, লাশ উদ্ধার করে সুরতাল প্রতিবেদন করা হয়েছে,ময়না তদন্তে জন্য বরগুনা পাঠানো হয়েছে। । মামলার প্রস্তুতি চলছে।

(এসআইকে/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৬)