ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : শনিবার জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপির আমন্ত্রণে ধামইরহাটের আলতাদিঘী শালবন জাতীয় উদ্যান পরিদর্শন করেন মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি কৃঞ্চা দেবনাথ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী শহীদুজ্জামান সরকার এমপির সহপাটি বন্ধুদের নিয়ে আলতাদিঘী শালবন জাতীয় উদ্যান ও ঐতিহাসিক মাহী সন্তোষ মাজার শরীফ পরিদর্শন করেন।

অতিথিবৃন্ধ আলতাদিঘীতে পৌছলে তাদের বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ ও বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক। দেশের ১৮তম জাতীয় উদ্যান আলতাদিঘী ও শালবনের প্রাকৃতিক সৌন্দর্যে উপভোগ করেন। এব্যাপারে বিচারপতি কৃঞ্চা দেবনাথ বলেন, নিরিবিলি ও প্রাকৃতিক সৌন্দয্যের অপার লীলাভূমি এ স্থান না আসলে জীবনের কিছু অপূর্ণ থেকে যেত।

(এএইচবি/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৬)