রংপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র ফিরে আসবে না। আর গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদের উত্থান হতে পারে। তাই একদিন সুষ্ঠু নির্বাচন হতেই হবে।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রংপুরে এসে শনিবার দুপুরে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এইচ এম এরশাদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।

মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে এরশাদ বলেন, সময় দিতে হবে। আগামী নির্বাচনের এখনো তিন বছর বাকি রয়েছে। এর আগেই জাতীয় পার্টি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে।

দীর্ঘদিন পর এরশাদ এবং জাপার প্রেসিডিয়াম সদস্য ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এক সঙ্গে রংপুর সফরে আসায় তাদের দলীয় কোন্দল মিঠে গেছে কি না ? সাংবাদিকের এমন প্রশ্নে এরশাদ বলেন, আমাদের মধ্যে কোনো কোন্দল ছিল না। আমরা এক ছিলাম, এক আছি।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে এসে পৌঁছান তিনি। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৬)