বিনোদন ডেস্ক : ছোট পর্দা দিয়েই তার যাত্রা শুরু হয়েছিলো। তারপর অভিনয় করেছেন বেশ কটি চলচ্চিত্রেও। তার অভিনয় মুগ্ধ করেছে নাটক-ছবির দর্শকদের। বলছি অনবদ্য অভিনেতা সাজু খাদেমের কথা।

এবার তিনি হাজির হচ্ছেন বিজ্ঞপনে। প্রথমবারের মতো সাজু খাদেমকে মডেল হিসেবে দেখা যাবে বিজলী ক্যাবলের টিভিসিতে। এটি নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ।

এ প্রসঙ্গে সাজু খাদেম বলেন, ‘নাটক-চলচ্চিত্রের সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের ভুবনেও হাজির হয়ে গেলাম। আসলে বিজ্ঞাপনের থিমটি বেশ সুন্দর। পছন্দ হয়েছে বলেই কাজ করেছি। আর রাজের সঙ্গে কাজ করাটা সবসময়ই এনজয় করি। তাকে ধন্যবাদ তিনি আমাকে মডেল হিসেবে ভেবেছেন। আমার ধারণা ছিলো না যে আমিও মডেল হতে পারি। বেশ সারপ্রাইজড আমি। ভালো একটি বিজ্ঞাপন হয়েছে। আশা করছি প্রচারে গেলে ভালো লাগবে দর্শকদের।’

রাজধানীর রোজ গার্ডেন বিজ্ঞাপনটির শ্যুটিং চলছে। এছাড়া চলবে আরও দুই দিন।

এদিকে বেশ কিছু খন্ড নাটক ও ধারাবাহিক নিয়ে ব্যস্ত রয়েছেন সাজু খাদেম।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৬)