চাটমোহর (পাবনা)প্রতিনিধি :পাবনার চাটমোহরে বাউল সম্রাট ফকির লালন শাহ্ স্মরণে ১৬ তম সাধুসঙ্গ ও লালন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সারা রাতব্যাপী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত লালন শিল্পীরা লালনের গান পরিবেশনের মাধ্যমে দর্শক মন জয় করেন।

‘যা কিছু জানতে হয়, মন দিয়ে শুনতে হয়, শুনবো বেশি বলবো কম, আমরা সবাই চেতন’ এই শ্লোগানকে সামনে রেখে চাটমোহর রেলবাজার লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত লালন স্মরণোৎসবের অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ কে এম শরীফুল্লাহ সাচ্চু।

স্মরণোৎসবের শুরুতে ফকির লালন শাহ্ এর ওপর আলোচনা পর্বে বক্তব্য রাখেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, রেলবাজার বণিক সমিতির সাবেক সভাপতি মহরম হোসেন মল্লিক, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক রাশেদুল ইসলাম বকুল। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাটমোহর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ইসহাক আলী মানিক, মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাহেব আলী মাস্টার, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল মাস্টার, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক মাহতাব হোসেন, ইউপি সদস্য দবির উদ্দিন, মোজাম্মেল হোসেন প্রমুখ।
লালন স্মরণোৎসবে সংগীত পরিবেশন করেন মুক্তার বাউল (কুষ্টিয়া), শিহাব বাউল (নাটোর), পুজা (কুষ্টিয়া), জসিম বাউল (কুষ্টিয়া), নুপুর (কুষ্টিয়া), ফিরোজা পারভিন (কুষ্টিয়া), আকাশ বাউল (পাবনা), বাবর (পাবনা), শাহনাজ (ঢাকা)। এছাড়া স্থানীয় লালন একাডেমীর সদস্য ও শিল্পিবৃন্দ সেখানে সংগীত পরিবেশন করেন। সারারাত ব্যাপী অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক শ্রোতা সেখানে শিল্পিদের মনমুগ্ধকর লালন সংগীন শ্রবণ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক হাফিজুর রহমান।

(এসএইচএম/এস/ফেব্রুয়ারি২১,২০১৬)