নওগাঁ  প্রতিনিধি :নওগাঁয় কয়লা খনির সন্ধানে আনুষ্ঠানিকভাবে খনন কাজ শুরু হয়েছে।রবিবার বদলগাছি উপজেলার তাজপুর গ্রামে অনুসন্ধান শেষে খনন কাজ শুরু করেছে ভূতাত্ত্বিক অধিদপ্তর। প্রথম পর্যায়ে চলছে ১ হাজার মিটার গভীর নলকূপ খননের কাজ। এরপর ৪ হাজার ফুট গভীর কূপ খননেরও কথা রয়েছে।

খনন কাজে ব্যবহারের জন্য সেখানে পৌঁছে গেছে ভারী মেশিন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। তবে জমি অধিগ্রহণ না করে খোঁড়াখুঁড়ি শুরু করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

দেশে এ পর্যন্ত বড়পুকুড়িয়া, জামালগঞ্জ, খালাসপীর, দীঘিপাড়া ও ফুলবাড়িয়ায় পাঁচটি কয়লা খনি আবিষ্কার হয়েছে। তবে কয়লা উত্তোলন করা হচ্ছে শুধুমাত্র বড়পুকুড়িয়া খনি থেকে।

(ওএস/এস/ফেব্রুয়ারি২২,২০১৬)