মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পশ্চিম খতিয়াল গ্রামে সোমবার সকালে আধিপত্ত্ব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ সংর্ঘষে ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এসময় ৬টি বসতঘর ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, কালকিনির ডাসার থানার পশ্চিম খতিয়াল গ্রামে স্থানীয়দের আয়োজনে খেলাকে কেন্দ্র করে আধিপত্ত্ব বিস্তারের জের ধরে সংর্ঘষ বাধে। এসময় বেলাল জমাদার ও আলমগীর মাতুব্বর দুই গ্রুপে ভাগ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে সংর্ঘষ করে।

এতে উভয় গ্রুপের আলমগীর মাতুববার (৫৫), সোবাহান মাতুব্বর (৬০), ইসলাম খা (৩০), আসাদ (১৪), সিরাজ জমাদার (৫০), আইয়ুব আলী চৌধুরী (৬৫) ও ওমর আলী মাতুব্বর (২৫) আহত হয়।

এদের মধ্যে আলমগীর মাতুব্বরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকীদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও উভয় গ্রুপের প্রায় ৬টি বসতঘর ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কালকিনির ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৬)