ওমা মুক্তিযুদ্ধ কি?

ছোট্ট ছেলে মা'কে বলে
ও মা মুক্তিযুদ্ধ কি?
মা বলে, এই ব্যাপারে তুমি
জানতে চাও নাকি?

হ্যাঁ মা আমি জানতে চাই-
তোর মতনই কাঁদতে চাই-
ভিজিয়ে কাজল,
মা, তোকে যে আমি বুঝতে চাই-
তোর কান্নার কারন জানতে চাই-
ওমা, বলবি কিনা বল্?

সেই জন্ম থেকেই দেখছি মা'গো
কাঁদছিস একা একা,
কেন কাঁদিস? এর উত্তরটির
পাইনি আদৌ দেখা।

জন্মের পরে পাইনি মা'গো
পিতার স্নেহ-আদর
স্নেহহীন পৃথিবীটা যেন মোর
কষ্টে ঢাকা চাদর।

বল্ না মা কি এই মুক্তিযুদ্ধ?
কোথায় মোর পিতা?
নাকি জনমভর থাকবো অন্ধ?
চোখে-কর্ণে বেঁধে ফিতা।

মা বলে,
শোনো তাহলে লক্ষ্মী সোনা
চাইছো যখন জানতে,
অল্প করেই বলছি তোমায়
বারণ করছি কাঁদতে।

মুক্তিযুদ্ধ এক ভয়ানক স্মৃতি
পড়লে কারো মনে,
চোখে বহে যায় অশ্রুবৃষ্টি
জল ঝরে নির্জনে।

এই বঙ্গভূমিতেই হয়েছে যুদ্ধ
বয়েছিল শোণিত-ধারা,
সেই যুদ্ধেই হয়েছি বিধবা আমি'
তুমি হয়েছ পিতৃহারা।

নয়টি মাসই হয়েছিল যুদ্ধ
মার্চ থেকে বিজয়ী ডিসেম্বর,
এরই নাম মহান মুক্তিযুদ্ধ
চেতনায় রয়েছে একাত্তর।