মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামে বর্ণা (২০) নামের এক গৃহবধূকে অগ্নিদগ্ধ অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঐ গৃহবধূ একই এলাকার ভাড়াটিয়া ইব্রাহিম মিয়ার স্ত্রী।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামের গৃহবধূ বর্ণাকে ঘরের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা মঙ্গলবার বেলা ১২টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই গৃহবধূর বাড়িওয়ালা রনি মোল্লা জানান, ‘ওই গৃহবধূ নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। তবে কি কারণে এমন করেছে জানি না। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার চেষ্টা করেছিল।’

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, ‘আশঙ্কাজনক অবস্থায় তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঐ গৃহবধূর শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে গেছে।’

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৬)