স্টাফ রিপোর্টার : দলীয় কোন্দলের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রধানমন্ত্রী দলের উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও কার্যনির্বাহী সংসদকে ডেকেছেন। দলীয় কোন্দলের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন শেখ হাসিনা। সাম্প্রতিক ঘটনায় দোষীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান ও সাবেক আইনমন্ত্রীর একেক রকম ব্যাখ্যা উল্লেখ করে তিনি বলেন, আইনবিদদের একটি সমস্যা আছে। যেকোনো বিষয়ে আইনের বৈচিত্রময় ব্যাখ্যা আছে। তবে আইনের ওইসব ব্যাখ্যা মিডিয়াতে না আসলেই ভালো হত।

বাংলাদেশের উন্নয়নের এ সময় মধ্যবর্তী নির্বাচনের দাবি অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অবান্তর উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। শিক্ষার হার আগের চেয়ে বেড়েছে। এই মুহুর্তে মধ্যবর্তী নির্বাচনের দাবি অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অবান্তর। এসময় তিনি বিরোধী জোটকে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিষয়টির অনুধাবন করবে বলে আশা প্রকাশ করেন।

আজ সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও কার্যনির্বাহী সংসদের এক জরুরী যৌথসভা অনুষ্ঠিত হবে।

সংগঠনের মহাসচিব হুমায়ূন কবির মিজির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান দুর্জয়, সোহেলী পারভীন মণি, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ০২, ২০১৪)