মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা শহরের চৌরঙ্গী মোড়ে মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি জামে মসজিদে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে নামাজ চলাকালীন সময়ে এঘটনা ঘটে । আগুনে একটি মোটরসাইকেলের একাংশ পুড়ে গেছে ।

মসজিদের ইমাম মোখলেছুর রহমান বলেন, নামাজের আগে এক লোক এসে দ্বিতল মসজিদের উপরে অবস্থিত পাঠাগারে আসেন । তিনি নিজেকে ফরিদ উদ্দিন হুজুরের ভাতিজা পরিচয় দেন। এরপর সে পাঠাগারের বই পড়তে থাকেন । এরই মাঝে তিন রাকাত নামাজ শেষ হয় । এরই মাঝে লাইব্রেরির দরজায় লাথির শব্দ শুনতে পান । এসময় মসজিদের ভেতরে রাখা তার মোটর সাইকেলটিতে দাও দাও করে আগুন জ্বলতে থাকে । এলাকাবাসী জানান, এসময় একটি লোক ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যান। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মিরা আসার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের ওসি জানান, অনুমান করা হচ্ছে ,মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয়া হয়েছে । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।

ঘটনা কেউ ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে নাকি মোটরসাইকেলের জ্বালানি তেল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেয়া হচ্ছে ।

(এমডি/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৬)