প্রবীর সিকদার
হিন্দু মঠের অধ্যক্ষ জবাই, বিদেশিকে গুলি করে হত্যা কিংবা মসজিদে বোমা হামলায় মুসুল্লি খুন...... সবই এক সূতায় গাঁথা; লক্ষ্যও অভিন্ন, আমাদের সকলের একমাত্র ভরসাকেন্দ্র বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করা। জঙ্গিদের পথের কাঁটা শেখ হাসিনা। শেখ হাসিনাকে সরাতে পারলেই জঙ্গিদের অভয়ারণ্য হতে পারে একাত্তরের বাংলাদেশ!

তাই যখন এই সব হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলা হয় কিংবা দেশে কোনও আইএস নেই বলে স্বস্তির ঢেকুর তোলা হয়, তখন গা শিউড়ে ওঠে; আঁতকে উঠি, আমরা কি শেখ হাসিনাকে রক্ষা করতে পারবো না!

এখন আর বলতে দ্বিধা নেই, এই জাতীয় প্রতিটি খুনের ঘটনা শেখ হাসিনাকে হত্যা করবার ষড়যন্ত্রেরই অংশ। শেখ হাসিনা তো এখন কোনও ব্যক্তি নন, তিনি একটি আদর্শের নাম। যেমন বঙ্গবন্ধু ব্যক্তি ছিলেন না, ছিলেন আদর্শের এক মহান কাণ্ডারি। তাইতো বঙ্গবন্ধুর মৃত্যু শুধু ব্যক্তির মৃত্যু নয়, ত্রিশ লাখ মানুষের রক্তের উত্তরাধিকার বাংলাদেশের মূল আদর্শেরই নৃশংস মৃত্যু। সেই আদর্শ বিচ্যুত বাংলাদেশকে উপর্যুপরি জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনাই আবার মূল স্রোতে টেনে তুলছেন। দেশি বিদেশি হায়েনারা এখন মরিয়া শেখ হাসিনার এই আদর্শিক বাংলাদেশ যাত্রা স্তব্ধ করতে। ধর্মীয় জঙ্গিবাদকে পুঁজি করে তারা একের পর এক চালিয়ে যাচ্ছে অপতৎপরতা। আর তাই এই অপতৎপরতাকে বিচ্ছিন্ন ঘটনা বলবার সুযোগ নেই।

শেখ হাসিনাকে খুন করে একাত্তরের প্রিয় বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর কোনও অপতৎপরতাকেই আমরা সফল হতে দিতে পারি না। শেখ হাসিনা এখন বাংলাদেশের একমাত্র আশার প্রদীপ। সেই প্রদীপ নিভে গেলে আবার অন্ধকার হয়ে যাবে বাংলাদেশ! অন্ধকার বাংলাদেশ আর চাই না। জীবন দিয়ে হলেও জ্বালিয়ে রাখতেই হবে 'হাসিনা প্রদীপ'। এর কোনও ব্যত্যয় হলেই মহাসর্বনাশ হয়ে যাবে প্রিয় বাংলাদেশের।

(ওএস/অ/ফেব্রুয়ারি ২৩, ২০১৬)