সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশের উপর হামলা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী জামায়াত নেতা ডা. অলিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১১ টার দিকে তাকে তার নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম অজিয়ার রহমান।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আবুল কাশেম জানান, গত ২৪ মার্চ নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতিকালে পুলিশ সদর উপজেলার বল্লী ইউনিয়নের হাজিপুর খালপারে অভিযান চালায়। এ সময় জামায়াত শিবিরের নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে আট রাউন্ড গুলি চালায়। এতে সাংবাদিক ইয়ারব হোসেনের উপর হামলাসহ আটটি সহিংসতার মামলার আসামী বল্লী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য জামায়াত নেতা রবিউল ইসলাম (৪৫) ডান পায়ে গুলিবিদ্ধ হন। জামায়াতের হামলায় আহত হয় দু’ পুলিশ সদস্য। এ সময় পালিয়ে যায় ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ডা. অলিউর রহমানসহ কয়েকজন। পুলিশের উপর হামলার ঘটনায় উপপরিদর্শক বিধান চন্দ্র বিশ্বাস বাদি হয়ে গত ২৪ মার্চ রাতে থানায় একটি মামলা (জিআর-২৩৫)দায়ের করেন। এ মামলায় ডাঃ অলিউর রহমান ৫নং এজাহারভুক্ত আসামী। তাকে রোববার রাত ১১ টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এএস/জুন ০২, ২০১৪)