টাঙ্গাইল প্রতিনিধি : আগামী রমজান মাস ও ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের সড়ক পথ ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অনলাইন সিকিউরিটি ক্যামেরা স্থাপন করে শহরকে নিরাপত্তা বলয়ে রাখতে টাঙ্গাইল জেলা পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহন করছে।

রোববার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি জাহিদুর রহমান কাকন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট জাফর আহমেদ, সফ্টওয়ার ইঞ্জিনিয়ার মো. উজ্জল মিয়া প্রমুখ।
আগামী রমজান ও ঈদকে সামনে রেখে এই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করলে এটা হবে স্থায়ী একটি নিরাপত্তা বলায়। টাঙ্গাইলের বিভিন্ন সড়ক পথ ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অনলাইন সিকিউরিটি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধীদের সন্তাক্ত করতে সহজ হবে এবং অপরাধ অনেকাংশে কমে আসবে।
(এমএনইউ/এএস/জুন ০২, ২০১৪)