সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় বিষাক্ত কোমল পানীয় পানে কামরুল হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন নিহতের বাবা ও বড় ভাই।

সোমবার ভোর বেলায় বিষাক্ত কোমল পানীয় পান করার পরে বেলা সাড়ে এগারটার দিকে চিকিৎসাধিন অবস্থায় শিশুটি মারা যায়।
নিহত কামরুল হাসান সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাচলিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। অসুস্থরা হলো নিহতের পিতা লুৎফর রহমান (৩৮) ও বর ভাই নাজমুল হাসান (৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর বেলায় বাড়ির পাশে আম কুড়াতে যায় নাজমুল হাসান ও তার ভাই কামরুল হাসান। এ সময় আমের সাথে একটি মেয়াদ ঊত্তীর্ণ কোমল পানীয় (আপার টেন) কুড়িয়ে আনে তারা। বাড়িতে ঐ কোমল পানীয় পান করার পর ঐ দুই শিশু ও তাদের পিতা অসুস্থ হয়ে পড়ে। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় বেলা সাড়ে এগারটার দিকে কামরুল হাসান মারা যায়। পরে উন্নত চিকিৎসার জন্য নিহতের বড় ভাই নাজমুল হাসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
(এসএস/এএস/জুন ০২, ২০১৪)