ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে দিনব্যাপী উপজেলা ভূমি জোনিং প্রকল্প উপজেলা খসড়া ম্যাপ যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় ভূমি জোনিং প্রকল্প (২য় পর্যায়) এর কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আমিরুল ইসলাম। কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন জাতীয় ভূমি জোনিং প্রকল্পের পরামর্শক মো.আব্দুস সাত্তার।

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.মঈন উদ্দিন, মহিলা ভাইস মোসা.মাজেদা বেগম, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আবু ওয়াদুদ সামা, প্রকল্পের জিআইএস এবং আরএস বিশেষজ্ঞ মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক, কৃষি কর্মকর্তা ড.জামাল উদ্দীন, ডা.মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো.আব্দুল ওয়াহিদ, রাকাবের শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হক, প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রব্বানী, প্রধান শিক্ষক আকতার বানু প্রমুখ।

(এএইচবি/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৬)