মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতে ও সকালে প্রচুর বৃষ্টিপাত ও হালকা দমকা বাতাস প্রবাহিত হওয়ায় রবি শষ্যের ক্ষতি হয়েছে।

মাদারীপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টা থেকে একটানা মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাত রাত ২টা ৫২ মিনিট পর্যন্ত চলে। আবার বুধবার সকাল ৮টা থেকে থেমে থেমে বৃষ্টি নামতে শুরু করে। রাতের বৃষ্টিপাতের সময় হালকা দমকা বাতাস প্রবাহিত হয়।

মাদারীপুরের শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন জানান, হঠাৎ বৃষ্টিপাতের কারণে জেলার শরিষা, কালাই, মশুর ও কালোজিরাসহ বিভিন্ন রবিশষ্যে ক্ষতি হয়। এ ছাড়া চলতি আমের মুকুলের বেশ ক্ষতি হয়েছে বলে মাদারীপুর কৃষি অফিস সূত্রে জানা যায়।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৬)