নওগাঁ প্রতিনিধি : বুধবার নওগাঁর নিয়ামতপুরে আদিবাসীদের সুরক্ষায় উপজেলা পর্যায়ে র‌্যালি ও  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আইনি সেবা প্রকল্প ব্রতীর উদ্যোগে বেলা ১১টায় উপজেলার মেইন গেটের সামনে শত শত নারী পুরুষ এ র‌্যালি ও মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন। 

মানববন্ধন কর্মসূচী প্রায় ১ ঘন্টাকালব্যাপী চলে। আইনি সেবা প্রকল্প ব্রতীর কো-অর্ডিনেটর এ্যাডভোকেট আশিক ইকবালের সভাপতিত্বে ও নিয়ামতপুর ব্রাঞ্চের প্রোগ্রাম অফিসার সামসুল করিমের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ব্র্যাক (জিকিউএএল) কর্মসূচীর সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট মোতালিব হোসেন, আদিবাসী নেতা শিমন রবিদাস, মালতী সরেন, বিকাশ রবিদাস, হরিদাস চন্দ্র রবিদাস, আতাউর রহমান প্রমুখ। আদিবাসীদের দাবির মধ্যে ছিল, আদিবাসীদের কমিউনিটির জন্য পৃথক/নিজস্ব কবরস্থান থাকা, সরকারি গেজেটে আদিবাসীদের সকল টাইটেল অর্ন্তভুক্তিকরণ, যার আলোকে আদিবাসীরা সরকারি বিভিন্ন কোটা সুবিধা ভোগ করতে পারে, খাস জমিও পুকুর বরাদ্দের ক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার দেয়া, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ন কমিটিতে আদিবাসী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৬)