গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় আরশাদ আলী সরদার (৫০) নামে এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলা হাসপাতালের ইপিআই বিভাগের একজন পোটার। তাঁর বাড়ি গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া ১ নম্বর বেপারিপাড়া গ্রামে। 

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে আরশাদ আলী গোয়ালন্দ হাসপাতাল থেকে ভ্যাকসিনবক্স নিয়ে তিনি দৌলতদিয়া ইউনিয়নের একটি টিকাদান কেন্দ্রে পৌছে দেন। পরে সকাল সোয়া ১১টার দিকে তিনি বাইসাইকেল চালিয়ে হাসপাতালে ফিরছিলেন। পথে মহাসড়কের দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় পৌছাতেই পেছন থেকে ব্যাটারিচালিত একটি অটোবাইক এসে হঠাৎ তাঁর বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে আহত হন। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন এগিয়ে এসে মারাত্মক আহত অবস্থায় আরশাদ আলীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে পথেই তাঁর মৃত্যু হয়। পুলিশ অটোবাইকটি আটক করেছে। চালক পলাতক।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(জিসিপি/এএস/জুন ০২, ২০১৪)