নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

জানা গেছে, বুধবার বিকাল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেল বগুড়ার পরিদর্শক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম-কালিগঞ্জ সড়কের পৌর শহরের নামুইট মোড় এলাকায় এ্যাপাসি(লাল) মোটরসাইকেলসহ দুজনকে আটকের পর দেহ তল্লাশী চালিয়ে প্যান্টের পকেট থেকে দুটি নীল প্যাকেটে কসটেপ পেঁচানো অবস্থায় ৪শ’ পিস ইয়াবাসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় লাল রঙের এ্যাপাসি (বগুড়া-ল-১১-২৮৬৯) মোটরসাইকেল জব্দ করা হয়।

এরা হলো বগুড়া সদর উপজেলার মালগ্রাম উত্তরপাড়ার মৃত নুর উদ্দিন শেখের ছেলে রেজাউল করিম রাজিব(২৮) ও একই গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে সাইদুর রহমান বাপ্পি(২৭)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০সালের ৯(খ) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থানায় মামলা দায়ের করে থানা পুলিশে সোপর্দ করেছে।



(এমএনআই/এস/ফেব্রুয়ারি২৪,২০১৬)