সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : সোনাগাজী পৌরসভা নির্বাচনে  সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১,২,৩নং ওয়ার্ডের তাহমিনা বেগম, ১নং ওয়ার্ডের বিএনপি সমর্থীত গিয়াস উদ্দিন শিপুল, ৩নং ওয়ার্ডে আ’লীগ সমর্থীত আবদুল হালিম সোহেলের মনোনয়ন পত্র বাতিল করে রিটার্নিং অফিসার মোজাম্মেল হোসেন।

জানা যায় , ঋণ খেলাপির দায়ে তাহমিনা বেগমের মনোনয়ন বাতিল হয়। অন্যদিকে মামলার তথ্য গোপনের দায়ে গিয়াস উদ্দিন শিপুল ও সমর্থনকারীর সাক্ষর না থাকায় আবদুল হালিম সোহেলের মনোনয়ন বাতিল হয়।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার মোজাম্মেল হোসেন তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী ৪ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহার, ৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২০ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। পৌরসভায় বর্তমান ভোটার সংখ্যা ১৪ হাজার ১৯০ জন।

(এসএমএ/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০১৬)