গাইবান্ধা প্রতিনিধি : জেলার সাদুল্যাপুর উপজেলার ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় উত্তোলণের সকল সরঞ্জামাদি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মামুন তালুকদার এ আদালত পরিচালন করেন। এ সময় বালু উত্তোলনের ড্রেজার মেশিন, পাইপ ও উত্তোলনকৃত লক্ষাধিক টাকার বালু জব্দ করা হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে বালু ব্যবসায়ী রাজু মিয়া দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব সরঞ্জামাদি জব্দ করে থানা পুলিশ হেফাজতে রাখেন। ওসি আরো জানান, এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

(আরএ/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০১৬)