পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পশ্চিম পটিয়ার দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান কুরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেট) সোমবার সকাল ১১টায় ভূমি জটিলতা নিয়ে কেইপিজেটের কর্মকর্তা কর্মচারীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে।

কেইপিজেড কর্তৃপক্ষের সাথে দীর্ঘ দিন ধরে এলাবাসীর সাথে ভূমি জটিলতা নিয়ে বিরোধ চলে আসছিল। কেপিজেডের পাশে উত্তর ডেয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কর্ণফুলী ও পটিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগেই একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
এসময় কেইপিজেটের দায়িত্বরত নিরাপত্তা প্রহরীদের সাথে সংঘর্ষে আহত হন প্রতিষ্ঠানের স্টাফ নিরাপত্তা প্রহরী এস এম আনোয়ার হোসেন(৪৫), সিকিউরিটি পরির্দশক জাকির হোসেন, নুরুল আমিন বাদল(৪০), ব্লক সুপারভাইজার মোহাম্মদ সোলাইমান ( ৩৫)। এলাকাবাসীর মধ্যে আহতরা হলেন সৈয়দ নুর,মোহাম্মদ ইসমাইল (২৮), আলী হোসেন (২২), মহিউদ্দীন (২০)সহ উভয় পক্ষের প্রায় ২০ ব্যাক্তি আহত হয়েছে। আহতরা চমেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে কেইপিজেডের গণসংযোগ কর্মকর্তা আনোয়ারুল আজিম সাইফী বলেন, এলাকার কিছু লোকজন কেইপিজেডের নিয়ন্ত্রণকৃত ও বাউন্ডারীতে ভিতর থাকা জায়গা দখল করতে আসলে নিরাপত্তা প্রহরীরা বাঁধা দিলে তাদের উপর হামলা চালায় । তবে স্কুলের শহীদ মিনার ও মন্ত্রীর নামফলক ভাংচুরের সাথে কেইউপিজেডের লোকেরা জড়িত নই তারা নিজেরা ভেঙ্গে দায় আমদের উপর চাপাচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগ সহ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেন, উত্তর ডেয়াং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ করতে গেলে এলাকার লোকজনদে কেইপিজেডের লোকজন মারধর করেন এসময় তারা শহীদ মিনার ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদের নামফলক ভেঙ্গে ফেলায় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়েছে।
এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতির সাথে ফোনে যোগাযোগ করা হলে সৈয়দ জামাল আহমদ বলেন, স্কুলের মাঠ ভরাট করার সময় কেইপিজেডের লোকজন এলাকারবাসীর উপর হামলা ও ভাংচুর চালিয়েছেন।
এব্যাপারে সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মোহাম্মদ শামীম হোসেন বলেন, পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোন ঘটনা ঘটেনি তবে এখনো পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি।
(এনআই/এএস/জুন ০২, ২০১৪)