ঠাকুরগাঁও প্রতিনিধি: অসাম্প্রদায়িক দেশ গঠনে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমন সেন গুপ্ত।

তিনি বলেছেন, একটা জাতি তখনই বিকশিত হবে, যখন সেই জাতি বিজ্ঞানমনষ্ক,যুক্তিবাদী,মুক্তচিন্তা করতে শিখবে। সার্বজনীন অভিন্ন শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা কাঠামো গড়ে তোলা সহ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের ঠাকুরগাঁও জেলা সভাপতি তপন কুমার,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,পীরগঞ্জ উপজেলা সভাপতি আবু সালেহ সিহাব,সহ-সভাপতি আবু সাঈদ,সাধারণ সম্পাদক পাভেল সরকার,সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান হৃদয়,কার্যনির্বাহী সদস্য ধনঞ্জয় রায়,স্কুল সম্পাদক নব কুমার রায় প্রমুখ।







(জেএবি/এস/ফেব্রুয়ারি২৬,২০১৬)