আন্তর্জাতিক ডেস্ক : মানুষের সবচেয়ে ‘বিশ্বস্ত সঙ্গী’ হিসেবে যদি কাউকে কোন প্রাণীর নাম বলতে বলা হয়, তাহলে যে কেউই নির্দ্বিধায় কুকুরের নাম উচ্চারণ করবেন।

এবার সেই কুকুরের জন্য বৃটেনের বাজারে পাওয়া যাচ্ছে ভেষজ চা।

কুকুরের জন্য বিশেষভাবে প্রস্তুত করা এই ভেষজ চা ৭টি ভিন্ন স্বাদে পাওয়া যাচ্ছে। এই চা নিয়মিত পানের ফলে কুকুরের নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হবে, হজমক্রিয়া সবল হবে ও গায়ের লোম হবে আরও উজ্জ্বল। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

২৮ ব্যাগ চায়ের জন্য দাম ধরা হচ্ছে ১১ দশমিক ৯৯ পাউন্ড। গত বছর ‘উফ অ্যান্ড ব্রু’ নামের একটি প্রতিষ্ঠান একটি কুকুর প্রদর্শনীর আয়োজনে ভেষজ এই চা প্রথম চালু করে।

বৃটেনের ৩০০টিরও বেশি আউটলেট এবং বেশ কয়েকটি ক্যাফেতে এই চা পাওয়া যাচ্ছে। ফলে, কুকুররা তাদের মনিবের সঙ্গে এক টেবিলে বসেই চা পানের পর্বটা সেরে ফেলতে পারবে।

এদিকে, বিশ্বের আরও কয়েকটি দেশে এই চা বাজারজাতকরণের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

(ওএস/এটিআর/জুন ০২, ২০১৪)