মাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেন, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে মানুষ পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে হত্যা করেছে। সম্পদ পুড়িয়ে দিয়েছে, বহুলোক পঙ্গু হয়ে গেছে, জনগণ তাদেরকে মন থেকে বিতারিত করেছে। সুতারং জনগণের কাছে তাদের কোন আস্থা নেই।

মাদারীপুর চরমুগরিয়া মহাবিদ্যালয়ের শুক্রবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান আরো বলেন, মেয়াদ শেষ হলে নির্বাচন হবে এটাইতো সংবিধান। সেক্ষেত্রে তারা যদি মনে করেন ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শেখ হাসিনা ইউনিয়নের নির্বাচন দিয়েছে এটা ভিত্তিহীন। এই পরিস্থিতিতে আমি মনে করি জনগণের কাছ থেকে তাদের কোন আস্থা নেই। জনগণ তাদের কাছ থেকে দুরে সরে গেছে। জনগণ তাদের কাছ থেকে মুখ সরিয়ে নিয়েছে। এই কারণে তাদের একটা অবস্থা সৃষ্টির জন্য তারা নানারকম পরিস্থিতি সৃষ্টি করছে।

চরমুগরিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হান্নান মোল্লার সভাপতিত্বে ৩৬তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা ও মশাল প্রজ্জলনের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করেন চরমুগরিয়া মহাবিদ্যালয়ের পৃষ্ঠপোষকতার প্রধান নৌপরিবহণমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান।

এরপর স্কাউটবৃন্দের কুচকাওয়াজ ও শপথ বাক্য পাঠ, ছাত্রীবৃন্দের নৃত পরিবেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মাদ সরোয়ার হোসেন, মাদারীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০১৬)