লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় লোহাগড়া থানা এস আই শিমুল কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের মোহর আলী শেখের ছেলে মাদকপাচারকারী কুখ্যাত রবিউল শেখ (২৮) কে ১০পিচ ইয়াবা বড়িসহ এড়েন্দ ঈদগাহ এলাকা থেকে আটক করে।

এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০১৬)